How to Ration Card Correction Online: হ্যালো বন্ধুরা, রেশন কার্ড একটি খুব গুরুত্বপূর্ণ নথি। তাই রেশন কার্ডে কোন ভুল থাকলে সেটা ঠিক করা খুবেই গুরুত্বপূর্ণ। যদি আপনার বা আপনার পরিবারের কোন সদস্যের রেশন কার্ডে কোন ভুল থাকে সেটা যে কোন সময় Deactive হয়ে যেতে পারে। কিন্তু এখন চিন্তার কোনও কারণ নেই, কারণ আপনি ঘরে বসে মাত্র কয়েক মিনিটের মধ্যেই আপনার মোবাইল ফোন থেকে অনলাইনে রেশন কার্ড ঠিক করতে পারবেন এবং সেটা সাথে সাথে Downlord করতে পারবেন। তাঁর জন্য আপনাকে এই প্রতিবেদনটি শুরু থেকে শেষ প্রযন্ত পড়ুন।
How to correction ration card online : সংক্ষিপ্ত বিবরণ
Ration Card eKYC Status Online Check
আরো পড়ুন, রেশন ব্যবস্থায় বিশাল পরিবর্তন: নগদ নাকি খাদ্যশস্য? রেশনের নতুন নিয়ম!
পঞ্চায়েতের যে কোন সার্টিফিকেট এখন পাওয়া যাবে বাড়িতে বসে অনলাইন থেকে
অনলাইনে রেশন কার্ড ঠিক কীভাবে করবেন
এখন আপনাকে রেশন কার্ড ঠিক করার জন্য Food Supplie অফিসে যেতে হবে না। এই কাজটি আপনার মোবাইল ফোন থেকেই করা যাবে। এই প্রক্রিয়াটি সম্পন্ন করার জন্য, আপনাকে কিছু সহজ ধাপ অনুসরণ করতে হবে:
প্রতিদিন সরকারি চাকরির খবর সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন
১. সবার প্রথমে আপনার মোবাইলের যে কোন একটি Browser ওপেন করতে হবে.

2. Browser ওপেন করার পর সেখানে টাইপ করতে হবে,West bengal ration card correction

৩. তারপর সবার প্রথম যে পেজ টি খুলবে সেখানে Click করে Open করুন।

৪. পেজটি ওপেন করার পর সেখানে দেখতে পাবেন Enter Ration Card No সেখানে যে রেশন কার্ডটি ঠিক করবেন তার নাম্বার দিয়ে Search অপশনে Click করুন।

৫. Search করার পর সেখানে সেই রেশন কার্ডের সমস্ত তথ্য দেখতে পারবেন।

৬. রেশন কার্ডের যে তথ্যটি আপনার ভুল আছে সেটা ঠিক করার জন্য সেখানে Click করুন

৭. রেশন কার্ডের ভুল অংশে Click করার পর নিচে আপনার আধার কার্ডের শেষ ৪টি সংখ্যা দেখতে পাবেন। এবং নিচে চেক বক্সে Click করে Sent OTP অপশনে Click করুন।

৮. Sent OTP অপশনে Click করার পর আপনার আধার কার্ডের সাথে লিংক করা মোবাইলে ৬ সংখ্যার OTP আসবে সেটি দিন।

৯. OTP দেওয়ার পর সেই ব্যক্তির আধার কার্ডের তথ্য উঠে আসবে সেখানে YES অপশনে Click করুণ।

১০. YES অপশনে Click করার পর OK বা ঠিক আছে একটি অপশন আসবে সেখানে Click করুন। এবং সাথে সাথেই আপনার রেশন কার্ডটি ঠিক হয়ে যাবে।
বন্ধুরা, এখন আপনি ঘরে বসেই সহজেই আপনার রেশন কার্ডের যে কোন ভুল সংশোধন করতে পারবেন এবং প্রয়োজনে এটি সঙ্গে সঙ্গে সঠিক রেশন কার্ডটি বের করতে পারবেন। পুরো প্রক্রিয়াটি অত্যন্ত সহজ এবং সম্পূর্ণ হতে খুব বেশি সময় লাগে না।
How to correction ration card online: Important Link | |
রেশন কার্ড কালেকশন লিংক | Click Here |
অফিসিয়াল ওয়েবসাইট | Cliwbpds.wb.gov.in |
আমাদের হোয়াটসঅ্যাপ লিঙ্ক | Join Our Group |
আমাদের টেলিগ্রাম লিঙ্ক | Join Our Group |
অন্যান্য চাকরির আপডেট | আরো পড়ুন |