ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ 2025 : DM Office Coochbehar

Data Entry Operator Recuitment 2025 : যে সকল চাকরিপ্রার্থীরা এতদিন ডাটা এন্ট্রির চাকরির অপেক্ষায় ছিলেন তাদের জন্য সুখবর । যে সকল বন্ধুরা নিজের কেরিয়ার গড়ার জন্য করার স্বপ্ন দেখেন। তাদের জন্যই এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে কোচবিহার জেলার ডিএম অফিসে। ডিএম অফিসের এই বিজ্ঞপ্তিতে একটি পদের জন্য প্রার্থী নিয়োগ করা হবে।ডাটা এন্ট্রি পদে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের পদের নাম, শূন্য পদের বিবরণ, পদ অনুসারে শিক্ষাগত যোগ্যতা এবং আবেদনের যোগ্যতা, নিয়ম পদ্ধতি ও আবেদন পদ্ধতি সংক্রান্ত সমস্ত তথ্য বিস্তারিতভাবে আলোচনা করা হলো এই প্রতিবেদনে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

আরো পড়ুন, মাধ্যমিক পাশে কনস্টবল নিয়োগ ২০২৫ : CISF Constable Recruitment

Income Tax Department Recruitment 2025 : আয়কর বিভাগে কর্মী নিয়োগের খুঁটিনাটি

পশ্চিমবঙ্গ বিদ্যুৎ দপ্তরে চাকরি, কোন যোগ্যতায় আবেদন : WBPDCL Recruitment 2025

BECIL সংস্থায় কর্মী নিয়োগ ২০২৫, এখনই আবেদন করুন

নিয়োগকারী সংস্থা :

DM Office Coochbehar (ডাটা এন্ট্রি অপারেটর)

ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ ২০২৫ : (বয়স সীমা)০১-০১-২০২৫ তারিখ অনুযায়ী

* সর্বনিম্ন বয়স: ২১বছর
* সর্বোচ্চ বয়স: ৩৫বছর
* SC & ST প্রার্থীদের জন্য সর্বোচ্চ বয়সসীমা ৫ বছর, OBC-NCL প্রার্থীদের জন্য ৩ বছর, PwBD প্রার্থীদের জন্য ১০ বছর বয়সের ছাড়।

ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য শিক্ষগত যোগ্যতা:

এই পদের আবেদন কারী প্রার্থীদের যে কোনও শাখায় স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনের একটি সার্টিফিকেট থাকতে হবে যার মেয়াদ (অন্তত পক্ষে ৬ মাস) । এছাড়া ডাটা এন্ট্রির কাজের পূর্ব অভিজ্ঞতা থাকলে বিশেষ ছাড় পাবেন । বি:দ্র : এখানে চাকরি প্রার্থীকে একবছরের জন্য চুক্তি ভিত্তিক ভাবে নিয়োগ করা হবে ।

ডাটা এন্ট্রি অপারেটর পদে মাসিক বেতন কত ?

প্রার্থীর মাসিক বেতন ১৬,০০০/- টাকা

প্রতিদিন সরকারি চাকরির খবর সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন

ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ 2025 : গুরুত্বপূর্ণ তারিখ

২৫-০২-২০২৫ তারিখের আগে অফিসে গিয়ে আবেদন পত্রটি জমা করতে।

ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদন পদ্ধতি ?

১. এই পদের জন্য পার্র্থীদের সবার প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন পত্রটি ডাউনলোড করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট -coochbehar.gov.in
২. আবেদন পত্রটি ডাউনলোড করার পর সেটা নির্ভুল ভাবে পূরণ করতে হবে।
৩. আবেদন পত্রটি ফিলাপ করার পর বয়সের প্রমাণপত্র, কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট,ছবি সহ আবেদন পত্রে যুক্ত করে নিদিষ্ঠ ঠিকানায় জমা করতে হবে।
৪. যেখানে আবেদন পত্রটি পাঠাবেন তার ঠিকানা :
MDM section in the office of the district magistrate ,
Cooch Behar.

গুরুত্বপূর্ণ লিঙ্ক
অফিসিয়াল বিজ্ঞপ্তি/আবেদন পত্রClick Here
আমাদের হোয়াটসঅ্যাপ লিঙ্কJoin Our Group
আমাদের টেলিগ্রাম লিঙ্কJoin Our Group
অন্যান্য চাকরির আপডেটআরো পড়ুন