ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ ২০২৫, বেতন 13,000/- | WB Govt Group-D Job 2025

WB Govt Group-D Job 2025 :পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফে এক নতুন সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রাজ্যে আনন্দধারা প্রকল্পের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে। WB Govt Group-D জব এ মূলত ডাটা এন্ট্রি অপারেটর কর্মী নেওয়া হচ্ছে। কর্মীদের আপাতত চুক্তিভিত্তিক ভাবেনিয়োগ করা হবে। নিচে ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি ইত্যাদি সবিস্তারে আলোচনা করা হল এই প্রতিবেদনের মাধ্যমে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now
West Bengal Government Community Development Officer Karan Anandadhara

514/34012/15/2022-SRLM SEC -Dept of P&RD

আনন্দধারা প্রকল্পে রাজ্যে ডেটা এন্ট্রি অপারেটর পদের : বিজ্ঞপ্তির সংক্ষিপ্ত বিবরণ

WWW.HELPBANGLA .COM

আনন্দধারা প্রকল্পে রাজ্যে ডেটা এন্ট্রি অপারেটর পদের : বিজ্ঞপ্তির সংক্ষিপ্ত বিবরণ

গুরুত্বপূর্ণ তারিখআবেদন ফি
* আবেদন শুরু: ২৩/০১/২০২৫
* অনলাইনে আবেদনের শেষ তারিখ: ২২/০২/২০২৫
• সাধারণ / OBC / EWS: 0/-শুন্য
• SC / ST / PH / EBC: 0/-শুন্য
সকল শ্রেণীর মহিলা: 0/-শুন্য

আনন্দধারা প্রকল্পে রাজ্যে ডেটা এন্ট্রি অপারেটর পদের: বয়সসীমা ১৫/০১/২০২৫ তারিখ থেকে গণনা করা হবে

* সর্বনিম্ন বয়স: ১৮ বছর।
* সর্বোচ্চ বয়স: ২১ বছর।

ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ ২০২৫ : মোট ১০ টি পদের শূন্যপদের বিবরণ

NAME OF POSTযোগ্যতা ( Eligibility )
Data Entry Oparator১) নূন্যতম শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীকে অবশ্যই কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় (Recognized University) থেকে স্নাতক উত্তীর্ণ হতে হবে। এক্ষেত্রে আবেদনকারীর অতিরিক্ত উচ্চতর যোগ্যতা যথা স্নাতকোত্তর বা সমতুল্য ডিগ্রি কোন অগ্রাধিকার পাবে না।, নূন্যতম যোগ্যতার ভিত্তিতেই আবেদনকারীরা পরীক্ষা দিতে পারবেন।
২) আবেদনকারীকে তথ্যপ্রযুক্তি বিষয়ে জ্ঞানসম্পন্ন ও কোন স্বীকৃত প্রতিষ্ঠান (Recognized Institution) থেকে Computer Application Certificate প্রাপ্ত হতে হবে।

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করার আগে সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি পড়ে নিবেন। বিজ্ঞপ্তিটি নিচে দেওয়া হল

গুরুত্বপূর্ণলিঙ্ক
অফিসিয়াল বিজ্ঞপ্তিDownload PDF
HELPBANGLACLICK HERE
অনলাইন আবেদন লিঙ্কApply online
আমাদের হোয়াটসঅ্যাপ লিঙ্কJoin Group
অন্যান্যচাকরিরআপডেটআরো পড়ুন