মাধ্যমিক পাশ যোগ্যতায় চাকরির দারুন সুযোগ লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়াই চাকরি ২১,৮১৩ টি শূন্যপদে নিয়োগ : Gramin Dak Sevak Recruitment 2025

Gramin dak sebak short infomation

মাধ্যমিক পাশ যোগ্যতায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে ভারতীয় ইন্ডিয়ান পোষ্ট। এই বিজ্ঞপ্তিতে মাধ্যমিক পাশ যোগ্যতায় মোট ২১,৮১৩ টি পদে গ্রামীণ ডাক সেবক পোষ্টে কর্মী নিয়োগ করা হবে। এই প্রতিবেদনের মাধ্যমে কি ভাবে কর্মী নিয়োগ করা হবে ? শিক্ষাগত যোগ্যতা কি লাগবে ? মাসিক বেতন ?আবেদনের পদ্ধতি এই প্রতিবেদনে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

নিয়োগকারী সংস্থা:

ভারতীয় ডাক বিভাগ (গ্রামীণ ডাক সেবক)

আরো পড়ুন, All Latest Job Vacancy 2025 – HelpBangla

Gramin Dak Sevak Recruitment 2025(GDS) : বিজ্ঞপ্তির সংক্ষিপ্ত বিবরণ

গুরুত্বপূর্ন তারিখআবেদন ফি
* অনলাইন আবেদন শুরু ১০ই ফেব্রুয়ারী ২০২৫ সকাল ১০:০০ টা থেকে
* অনলাইনে আবেদনের শেষ তারিখ: ৩ এ মার্চ ২০২৫
* পরীক্ষার ফি প্রদানের শেষ তারিখ: ৬ এ মার্চ থেকে ৮ এ মার্চ ২০২৫
* সাধারণ / OBC / EWS: ১00/-টাকা

* SC / ST / PH: ১00/-টাকা

* পরীক্ষার ফি শুধুমাত্র ডেবিট কার্ড, ক্রেডিট, কার্ড, নেট ব্যাংকিং অথবা ই চালান ফি মোডের মাধ্যমে পরিশোধ করতে হবে।

Gramin Dak Sevak Recruitment 2025 :বয়সসীমা ০১-০১-২০২৫ তারিখ অনুযায়ী

* সর্বনিম্ন বয়স: ১৮ বছর
* সর্বোচ্চ বয়স: ৪০ বছর
* SC & ST প্রার্থীদের জন্য সর্বোচ্চ বয়সসীমা ৫ বছর, OBC-NCL প্রার্থীদের জন্য ৩ বছর, PwBD প্রার্থীদের জন্য ১০ বছর বয়সের ছাড়।

Indian Post Recruitment 2025: মোট ২১,৮১৩ শুন্যপদের বিবরণ

Category of GDSCategories of disability suitable for GDS posts
ব্রাঞ্চ পোস্টমাস্টার (BPM)১) আবেদনে ইচ্ছুক প্রতিটি চাকরি প্রার্থীকে যেকোনো বিদ্যালয় থেকে অন্ততপক্ষে মাধ্যমিক পাস করে থাকতে হবে। এর পাশাপাশি অতিরিক্ত শিক্ষাগত যোগ্যতা থাকলেও চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবেন। নিয়োগের সময় কিন্তু শুধুমাত্র মাধ্যমিকের নম্বরের উপর ভিত্তি করে যোগ্য প্রার্থীদের নিয়োগ করবে ভারতীয় ডাক বিভাগ।

২) আবেদন কারীকে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি সাইকেল অথবা বাইক চালাতে জানতে হবে।

৩) আবেদন কারীকে স্থানীয় ভাষায় দক্ষ হতে হবে।

৪) আবেদনকারীর কম্পিউটার সম্পর্কে সাধারণ জ্ঞান থাকতে হবে ।
সহকারি ব্রাঞ্চ পোস্টমাস্টার (ABPM)
গ্রামীণ ডাক সেবক

আরো পড়ুন, UPSC IAS/IFS Recruitment 2025: Apply Now

Grain Dak Sevak Recruitment 2025 : মাসিক বেতন

Categoryমাসিক বেতন
ব্রাঞ্চ পোস্টমাস্টার (BPM)১২০০০/- টাকা থেকে ২৯,৩৮০/- টাকা
* সহকারি ব্রাঞ্চ পোস্টমাস্টার (ABPM)

* গ্রামীণ ডাক সেবক
এই দুটি পদের বেলায়- ১০,০০০/- টাকা থেকে ২৪,৪৭০/- টাকা

Gramin Dak Sevak Recruitment 2025 : প্রার্থী নির্বাচন প্রক্রিয়া

নিয়োগ সংক্রান্ত তথ্য- লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়াই সরাসরি ডকুমেন্ট যাচাই এর মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে। তবে নিয়োগের ক্ষেত্রে শুধুমাত্র মাধ্যমিক পরীক্ষার নম্বর বিশ্লেষণ করে একটি মেধা তালিকা প্রকাশ করা হবে এবং তারপরে তালিকা অনুসারে যোগ্য প্রার্থীদের ডকুমেন্ট যাচাই করে নির্দিষ্ট পদে নিয়োগ প্রার্থীদের করবে ভারতীয় ডাক বিভাগ।

Gramin Dak Sevak Recruitment 2025 : অনলাইন ফর্ম ফিলাপ কীভাবে পূরণ করবেন ?

১. গ্রামীণ ডাক সেবক এ আবেদন করার জন্য, আবেদন কারীকে ইন্ডিয়ান পোষ্ট অফিস এর অফিসিয়াল ওয়েবসাইট এ যেতে হবে।

২.গ্রামীণ ডাক সেবক চাকরির নিয়োগ ২০২৫। চাকরি প্রার্থীদের ১০/০১/২০২৫ থেকে ০৩/০৩/২০২৫-এর মধ্যে আবেদন করতে হবে ।

৩. গ্রামীণ ডাক সেবক চাকরি প্রার্থীদের ২০২৫-এ নিয়োগের আবেদনপত্র আবেদন করার আগে বিজ্ঞপ্তিটি পড়তে হবে।

৪. যোগ্যতা, পরিচয়পত্রের প্রমাণ, ঠিকানার বিবরণ, মৌলিক বিবরণ – সমস্ত নথিপত্র পরীক্ষা করে সঙ্গে রাখতে হবে।

৫. নিয়োগ পরীক্ষার ফর্ম সম্পর্কিত স্ক্যান করা ডকুমেন্ট যেমন – ছবি, স্বাক্ষর, পরিচয়পত্রের প্রমাণ, ইত্যাদি প্রস্তুত রাখুন।

৬. আবেদনপত্র জমা দেওয়ার আগে অবশ্যই পুনরায় চেক করতে হবে এবং সমস্ত কলাম সাবধানে যাচাই করে দেখুন।

৭. চূড়ান্ত জমা দেওয়া ফর্মটির একটি প্রিন্ট আউট করে নিন।

আরো পড়ুন, Airport Recruitment 2025

গুরুত্বপূর্ণ লিঙ্ক
অফিসিয়াল বিজ্ঞপ্তিDownlord PDF
অফিসিয়াল ওয়েবসাইটClick Here
আমাদের হোয়াটসঅ্যাপ লিঙ্কJoin Our Group
অন্যান্য চাকরির আপডেটআরো পড়ুন