বর্ধমান জেলার মিউনিসিপ্যালিটির তরফ থেকে সম্প্রতি একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে । এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে নূন্যতম মাধ্যমিক পাশ যোগ্যতায় এখানে কর্মী নিয়োগ করা হবে। আমরা এই প্রতিবেদনের মাধ্যমে বর্ধমান মিউনিসিপ্যালিটি তরফ থেকে প্রকাশিত চাকরির বিজ্ঞপ্তিটির যাবতীয় সমস্ত রকম তথ্য আপনাদের সামনে বিস্তারিতভাবে তুলে ধরেছি। যেটা পড়েই আপনারা খুব সহজেই আবেদন করতে পারবেন।
Burdwan Municipality Recruitment 2025 Burdwan Municipality Health Worker Recruitment 2025 Burdwan Municipality Recruitment: বিজ্ঞপ্তির সংক্ষিপ্ত বিবরণ WWW.HELPBANGLA.COM |
Burdwan Municipality Recruitment 2025: বিজ্ঞপ্তির সংক্ষিপ্ত বিবরণ
গুরুত্বপূর্ণ তারিখ | আবেদন ফি | বয়সসীমা (Age Criteria) |
আবেদন শুরু 16.01.2025 আবেদন শেষ 07.02.2025 | সাধারণ / OBC / EWS: ০/- (শূন্য) SC / ST / PH: ০/- (শূন্য) সকল শ্রেণীর মহিলা: ০/- (শূন্য) | আবেদনকারী প্রার্থীদের বয়স হতে হবে 01.01.2025 তারিখের হিসেবে 30 থেকে 40 বছরের মধ্যে। |
Burdwan Municipality Recruitment 2025 : পদের বিবরণ
পদের নাম (Name of Post) | মোট শূন্যপদ (Total Post) | পদের যোগ্যতা |
Health Worker | 35 | ন্যূনতম মাধ্যমিক পাস |
আবেদন পদ্ধতি (Application Process) :
চাকরিপ্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তার জন্য আবেদন কারীকে সবার প্রথমে অফিসিয়াল বিজ্ঞাপনটি ডাউনলোড করতে হবে এবং এই বিজ্ঞাপনের নিচের দিকে আবেদনপত্র দেওয়া রয়েছে। সেই আবেদন পত্রটিকে প্রিন্ট আউট করে সেটাকে নিখুঁত ভাবে ফিলাপ করে, আবেদনপত্রের নিচের দিকে দেওয়া অ্যাপ্লিকেশন ফর্মটিকে যাবতীয় সমস্ত রকম তথ্য দিয়ে পূরণ করতে হবে। পূরণ হয়ে যাওয়ার পর তার সঙ্গে যাবতীয় সমস্ত রকম নথি যুক্ত করে বর্ধমান মিউনিসিপ্যালিটির অফিসে নিজে গিয়ে জমা করতে হবে । তাহলেই আপনার আবেদন ক্রিয়া সম্পূর্ণ হবে। |
Burdwan Municipality Recruitment 2025 : অফিসিয়াল বিজ্ঞপ্তি দেওয়া হল চেক করুন
গুরুত্বপূর্ণ লিংক (Important Links) : | |
Official Notice and Application Form | Click Here |
Official Website | www.burdwanmunicipality.gov.in |
আমাদের হোয়াটসঅ্যাপ লিঙ্ক | Click Here |
অন্যান্য চাকরির আপডেট লিঙ্ক | Click Here |