রাজ্যে ভূমি দপ্তরে একাধিক পদে কর্মী  নিয়োগ ২০২৫, দেখেনিন কোন পদের জন্য কি যোগ্যতা লাগবে

পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য সু-খবর। পশ্চিমবঙ্গ রাজ্যের একাধিক শূন্যপদের জন্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে ভূমি অধিগ্রহণ দপ্তর । এখানে একাধিক পদে বিভিন্ন যোগ্যতায় চাকরিপ্রার্থীরা আবেদন করার সুযোগ পাবেন। চাকরি প্রার্থীদের জন্য দারুন সুখবর, রাজ্যে পুনরায় নতুন শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।  এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রাজ্যে এক ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস তরফ থেকে। এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সংশ্লিষ্ট জেলার ডিএম অফিসে একাধিক কর্ম পরিচালনার জন্য একাধিক শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। ভারতীয় নাগরিক হলে যে কোন জায়গা থেকে এই সকল চাকরির জন্য আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবেন। আজকের প্রতিবেদন মাধ্যমে নিয়োগ সম্পর্কিত সমস্ত তথ্য জেনে নিন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now
West Bengal State Land Department Recruitment

State Land Department Recruitment for Multiple Posts 2025,

রাজ্যে ভূমি দপ্তরে একাধিক পদে কর্মী  নিয়োগ ২০২৫: বিজ্ঞপ্তির সংক্ষিপ্ত বিবরণ


WWW.HELPBANGLA.COM

আরো পড়ুন, অনলাইনে রেশন কার্ডে কীভাবে ঠিক করবেন? How to correction ration card online

রাজ্যে ভূমি দপ্তরে একাধিক পদে কর্মী  নিয়োগ ২০২৫: যোগ্যতা ও অন্যান্য বিষয়

ক্রমিক নংপদের নামশূন্য পদনুন্যতম যোগ্যতাসর্বোচ্চ বয়স সীমাদরখাস্ত জমা দেওয়ার শেষ তারিখইন্টারভিউয়ের তারিখ ও সময়
১.অতিরিক্ত ভূমি অধিগ্রহন আধিকারিক২টিSRO-II হিসাবে অবসরপ্রাপ্ততারিখ ০১-০২-২৫
৬৫ বৎসর
২০-০২-২০২৫২৮-০২-২০২৫ বেলা ১১.০০ টা
২.সহকারী ভূমি অধিগ্রহন আধিকারিক২টিRO হিসাবে অবসরপ্রাপ্ত২০-০২-২০২৫২৮-০২-২০২৫ বেলা ১২.০০ টা
৩.কেরানি২টিSHC/HC হিসাবে অবসরপ্রাপ্ত২০-০২-২০২৫০৩-০৩-২০২৫ বেলা ১১.০০ টা
৪.সার্ভেয়ার/আমিন২টিসার্ভেয়ার। আমিন হিসাবে অবসরপ্রাপ্ত২০-০২-২০২৫০৩-০৩-২০২৫ বেলা ১০.০০ টা

West Bengal Co-operative Bank Recruitment 2025, প্রার্থীদের মূল পদগুলি সম্পর্কে আরো জানার জন্য এবং পছন্দসই পদের জন্য সময়মত আবেদনগুলি নিশ্চিত জন্য নিচে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেওয়া হল চেক করে আবেদন করবেন ।

রাজ্যে ভূমি দপ্তরে একাধিক পদে কর্মী  নিয়োগ ২০২৫ :অফলাইন ফর্ম 2025 কীভাবে পূরণ করবেন

১. এই পদ গুলিতে আবেদন করার জন্য সবার প্রথমে অফিসিয়াল বিজ্ঞপ্তি টা DOWNLORD করতে হবেভালো ভাবে পড়তে হবে।

২. এই সব পদগুলিতে অফলাইন মাধ্যমে আবেদন করতে হবে। অফলাইন এ আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইট আপনারা পদ অনুযায়ী Application ফর্ম পাবেন সেটাকে Print Out করতে হবে.

৩. আবেদন ফর্ম টি নির্ভুল পূরণ করে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে।

৪. আবেদনপত্রটি পাঠানোর ঠিকানা অফিসিয়াল নোটিফিকেশনে দেওয়া আছে ।

৫. আবেদন পত্রটি সঠিক ভাবে পূরণ হয়ে গেলে তার সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র যোগ করে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে।

আরো পড়ুন, ICDS কর্মী নিয়োগ প্রক্রিয়া ২০২৫ : icds recruitment 2025 west bengal

গুরুত্বপূর্ণ লিঙ্ক
অফিসিয়াল নোটিশডাউনলোড
অফিসিয়াল ওয়েবসাইটClick Here
আমাদের হোয়াটসঅ্যাপ লিঙ্কJoin Group
অন্যান্য চাকরির আপডেটআরো পড়ুন