রেলওয়ে স্কুলে শিক্ষক নিয়োগ ২০২৫:central govt job vacancy

Railway School Teacher Recruitment: পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমানের চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে শিক্ষক নিয়োগের জন্য একটি দুর্দান্ত বিজ্ঞাপন প্রকাশ করেছে রেলদপ্তর। যেখানে রেলওয়ে স্কুলগুলিতে বিপুল সংখ্যক শিক্ষক নিয়োগ চলেছে। বর্তমানে, পশ্চিমবঙ্গ রাজ্যে শিক্ষক নিয়োগে অনেক সমস্যা রয়েছে। আসলে, SSC  সম্পর্কিত বিষয়টির কারণে এই নিয়োগ বন্ধ রয়েছে। যদিও রাজ্য সরকার শিক্ষক নিয়োগ বন্ধ করে দিয়েছে, কেন্দ্রীয় সরকার এবং অন্যান্য স্কুলগুলি চুক্তি ভিত্তিতে শিক্ষক নিয়োগ করছে। তাই, রাজ্যের শিক্ষকদের জন্য এই দুর্দান্ত নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত তথ্য এই প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করা হল।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Railway School Teacher Recruitment 2025 : যে সব পদে নিয়োগ করা হবে

  1. প্রশিক্ষিত গ্রাজুয়েট টিচার (TGT)
  2. পোস্ট গ্রাজুয়েট টিচার (PGT)

Railway School Teacher Recruitment 2025 : কোন কোন বিষয়ের শিক্ষক-শিক্ষিকা নিয়োগ করা হবে?

বাংলা, পদার্থবিদ্যা,ইতিহাস,রাষ্ট্রবিজ্ঞান, রসায়নবিদ্যা, বাণিজ্য বিভাগ, গণিত, কম্পিউটার, হিন্দি, ইংরেজি, অর্থনীতি, ভূগোল ইত্যাদি বিষয়ের শিক্ষক-শিক্ষিকাদের নির্দিষ্ট পদে নিয়োগ করা হতে চলেছে।

Railway School Teacher Recruitment 2025 : মাসিক বেতন

  1. প্রশিক্ষিত গ্রাজুয়েট টিচার (TGT)মাসিক বেতন – ২৬,২৫০/- টাকা
  2. পোস্ট গ্রাজুয়েট টিচার (PGT)মাসিক বেতন- ২৭,৫০০/- টাকা

Railway School Teacher Recruitment 2025 : শিক্ষাগত যোগ্যতা

পোস্ট গ্রাজুয়েট টিচার (PGT) – এই পদের জন্য আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের যে কোন বিষয়ে অনার্স এ স্নাতকোত্তর ডিগ্রী থাকতে হবে। যে বিষয়ের উপর আবেদন করবেন সেই বিষয়ের উপর স্নাতকোত্তর ডিগ্রী থাকতে হবে তবেই সে বিষয়ে আবেদন করতে পারবেন এর পাশাপাশি প্রার্থীদের B.ED এবং কম্পিউটারের বিষয়ে দক্ষতা থাকা অবশ্যসিক।

প্রশিক্ষিত গ্রাজুয়েট টিচার (TGT)– ইতিমধ্যেই যে সমস্ত চাকরিপ্রার্থীরা নির্দিষ্ট বিষয়ের উপর স্নাতক ডিগ্রি অর্জন করেছেন এবং তার সাথে অন্ততপক্ষে three-year diploma in Elementary Education ডিগ্রি রয়েছে তারা এই পদে আবেদন করতে পারবেন। এছাড়াও ন্যূনতম ৫০ শতাংশ নম্বরের সাথে B.Ed বা পোস্ট গ্রেজুয়েশন ডিগ্রী থাকলে ও এখানে আবেদন করা যাবে।

আরো পড়ুন, 1.মাধ্যমিক পাশে চাকরি : CISF Constable Tradesman Recruitment 2025

3. মাধ্যমিক পাশে ভারতীয় রেলে নতুন নিয়োগ, মোট শূন্যপদ -৮৩৫ টি

4. উচ্চ-মাধ্যমিক পাশে চাকরি: Bihar Police CSBC Constable Recruitment 2025

5. ২০২৫ মার্চ মাসে কি কি চাকরির চাকরির আবেদন চলছে দেখেনিন একঝলকে

6. লোয়ার ডিভিশন ক্লার্ক নিয়োগ 2025 : কোন যোগ্যতায় আবেদন

Railway School Teacher Recruitment 2025 : বয়স সীমা

  • সর্বনিম্ন বয়স: ১৮ বছর
  • সর্বোচ্চ বয়স: ৬৫ বছর

Railway School Teacher Recruitment 2025 : নিয়োগ প্রক্রিয়া ?

এক্ষেত্রে সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে যোগ্য চাকরিপ্রার্থীদের উল্লেখিত পদে কর্মী হিসেবে নিযুক্ত করা হবে। এই নিয়োগটি সম্পূর্ণভাবে চুক্তিভিত্তিক হিসাবে করা হবে । চাকরিপ্রার্থীদের ০৫/০৪/২০২৫ তারিখ থেকে ১২/০৪/২০২৫ তারিখের মধ্যে ইন্টারভিউয়ের এর মাধ্যমে নিয়োগ করা হবে। এই বিষয়ে সমস্ত তথ্য ভালো ভাবে পরে বুঝে নিবেন তারপর আবেদন জানাবেবেন, অফিশিয়াল বিজ্ঞপ্তিটি নিচে দেওয়া আছে।

Railway School Teacher Recruitment 2025 : আবেদন প্রক্রিয়া ?

ইচ্ছুক চাকরিপ্রার্থীরা সবার প্রথমে নিয়োগের বিজ্ঞপ্তির সঙ্গে সংযুক্ত আবেদন পত্রটি নিচে লিংক দেওয়া আছে সেই লিংক থেকে আবেদন পত্রটি ডাউনলোড করে প্রিন্ট করে নিবেন। এরপর সমস্ত তথ্যগুলি নির্ভুল ভাবে পূরণ করতে হবে। এরপর আবেদন পত্রটি পূরণ করা হলে প্রয়োজনীয় নথিগুলি আবেদন পাত্রের সঙ্গে একত্রিত করে পাঞ্চ করে ইন্টারভিউয়ের দিন জমা করে ইন্টারভিউ এ অংশগ্রহণ করতে হবে।

গুরুত্বপূর্ণ লিঙ্ক (Important Links) :

অফিসিয়াল বিজ্ঞপ্তিClick Here
আবেদন পত্রDownlord Here