All SubjectsApps ReviewMobile Tips amp; Tricks
যেকোন Android মোবাইলে যুক্ত করুন ফিঙ্গারপ্রিন্ট লক
Mobile Tips : ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করুন যেকোন এন্ড্রোয়েড মোবাইলে। সবাই HelpBangla.com এর সাথে আছেন এবং আশা করি সবাই ভালো আছেন।
সো প্রিয় HelpBangla.com এর নিয়মিত ভিজিটর বন্ধুরা আজকের এই টিক্সটি দেখে আপনি ও ফিঙ্গারপ্রিন্ট লক বানিয়ে ফেলুন আপনার এন্ড্রোয়েড ফোনের স্কিনকে ।
তো চলুন শুরু করা যাক আজকের পোস্টের বর্ণনা ____
এবার Lockit এপ্সটা open করে এখানে যান।
তারপর Lockit এপ্সের মধ্য হতে settings এ যান।
Lock Mode এ যান।যে কোন Lock সিলেক্ট করুন।
Every time অপশন এ ট্যাব করুন।
এখন ফিঙ্গারপ্রিন্ট এ ক্লিক করুন।
এখন একবার tab দুইবার tab করুন এবং tab করে চেপে ধরুন।
দেখুন fingerprint ফিঙ্গারপ্রিন্ট লক সেট হয়ে গেছে।
এবার অ্যাপস Lock সিলেক্ট করুন।
দেখুন সব apps চলে আসছে।যেটা Lock করতে চান সেটা select করুন।
দেখুন whatsapp লক করা হয়েছে।
এবার ২বার tab করে তিনবারের বার চেপে ধরুন।
এখন ঐ যে আগে pattern Lock দিয়ে ছিলেন সেটা দিন।
দেখুন Lock খুলে গেছে।
এভাবে আপনি আপনার একাধিক apps fingerprint lock করে রাখতে পারবেন।
আশা করি টিউনটি আপনাদের সকলের ভালো লেগেছে এরকম আরো নতুন নতুন টিউন পেতে প্রতিদিন HelpBangla.com ভিজিট করুন।
এরকম নিত্য নতুন তথ্য জানতে HelpBangla.com নিয়মিত ভিজিট করুন।