All SubjectsApps ReviewMobile Tips amp; Tricks
ফোন অটোমেটিক কাজ করে কি করব
Mobile Tips And Tricks : আজ আমি আপনাদের জন্য HelpBangla.com এ আজকে নিয়ে এলাম নতুন Tricks যার মাধ্যমে আপনাদের Phone-এ অটোমেটিক Touch হয়ে ফোনের অটোমেটিক কাজ করা রোধ করতে পারবেন। Automatic টার্চের ফলে অনেক সময় ভুলে অন্যের Number-এ অটোমেটিক টার্চ হয়ে Call চলে যায় কিংবা Phone ও হ্যাং হয়ে যায়। যাদের এমন হয়, এরকম টার্চ হয়ে ফোন অটোমেটিক কাজ করে তাদের জন্যই এই নতুন Post শুরু করছি।
ফোন অটোমেটিক কাজ করে সমাধান :
ফোন অটোমেটিক কাজ করার সমাধানের জন্য প্রথমে 6.6 mb Download করুন।
তাহলে আপনার ফোনের Screen-এর সমস্ত টার্চ করা Lock হয়ে যাবে। এভাবে আপনি আপনার ফোনের Auto Touch বন্ধ করতে পারেন।
Download হয়ে গেলে apps Install করে Open করে এপ্সে ঢুকুন।
তারপর নিচের মতো Accept করবেন।
এরপর নিচের মতো Draw Over Access আসলে Enable করে দিবেন।
তারপর এপ্সই দেখাবে কীভাবে আপনি ফোনের Touch Lock করতে পারেন।
প্রথমে Notification বার নিচে নামান।
এখানের অপশন থেকে টার্চ Lock Notification-এ ক্লিক করুন।

পুনরায় mobile Touch করতে পারার জন্য হাতের আইকনে Double Click/ দুইবার ক্লিক করুন।
extra tags: ফোন অটোমেটিক কাজ করে, অটোমেটিক টার্চ হয়
এরকম নিত্য নতুন তথ্য জানতে HelpBangla.com নিয়মিত ভিজিট করুন।