All SubjectsApps ReviewMobile Tips amp; Tricks
ফোনের Notification বারের ব্যাকগ্রাউন্ডে নিজের ছবি সেট করুন
Android Tips : স্মার্টফোনে নিচের দিকে উপর হতে টানলে ডাটা অন/অফ, ওয়াইফাই ইত্যাদি নিয়ে যে নোটিফিকেশন বার থাকে তা মোটেও অনেকের ব্যাকগ্রাউন্ড ভাল লাগে না, তো আমি দেখাব কিভাবে ঔ নোটিফিকেশন বারের ব্যাকগ্রাউন্ডে আপনার নিজের ইচ্ছামত ছবি সেট করে দিতে পারবেন।
তো কিভাবে Notifications এর ব্যাকগ্রাউন্ড পাল্টাব চলুন দেখা যাক____
প্রথমে এখানে ক্লিক করে play store থেকে এপ্সটা download করুন।
এখন install করে open করুন।
এটা on করুন।
এই গুলোর সব permission দিন।
এভাবে তিনটি permission দিন।
দেখুন সব গুলো permission দিয়া হয়ে গেছে Done করে দিন।
তারপর আপনার ফোন গ্যালারি থেকে যে কোন photo দিন।
ক্রপ করুন।
দেখুন Notification বারে ফটো চলে আসছে।
আমাদের HelpBangla.com ব্লগ প্রতিদিন ভিজিট করুন, ধন্যবাদ আবার আসবেন।
এরকম নিত্য নতুন তথ্য জানতে HelpBangla.com নিয়মিত ভিজিট করুন।