ভারতের হাতে তুলে দেওয়া হয়েছে ৩৭টি অ্যাপাচে, চিনুক হেলিকপ্টার, ট্যুইটে জানাল বোয়িং
চিনের সঙ্গে সীমান্ত সংঘাতের আবহেই আমেরিকা থেকে কেনা সবক’টি অ্য়াপাচে ও চিনুক সামরিক হেলিকপ্টার হাতে পেল ভারতীয় বায়ুসেনা। সম্প্রতি, ভারতের হাতে আসে বাকি থাকা ৫টি করে অ্যাপাচে অ্যাটাক হেলিকপ্টার। এর আগে মার্চ মাসে আসে শেষ কিস্তির ৫টি চিনুক হেভি লিফট হেলিকপ্টার। দুটিই প্রস্তুত করেছে মার্কিন সংস্থা বোয়িং।
এদিন বোয়িং-এর তরফে ট্যুইট করে এই হস্তান্তরের কথা জানানো হয়। সংস্থার ওপর আস্থা রাখার জন্য ভারতীয় বায়ুসেনাকে ধন্যবাদ জানিয়েছে বোয়িং। বায়ুসেনা সূত্রে জানানো হয়েছে, হিন্ডন ঘাঁটিতে এসে পৌঁছয় ওই কপ্টারগুলি। হেলিকপ্টারগুলিকে লাদাখে পাঠিয়ে দেওয়া হয়েছে। প্রসঙ্গত, ২০১৫ সালে আমেরিকার বোয়িং-এর থেকে ২২টি এএইচ-৬৪ই অ্যাপাচে হেলিকপ্টার ও ১৫টি সিএইচ-৪৭এফ(আই) চিনুক হেলিকপ্টার কেনার সিদ্ধান্ত নেয় প্রতিরক্ষামন্ত্রক। ভারত সহ বিশ্বের ১৭টি দেশ অ্যাপাচে ব্যবহার করে। ভারত এই কপ্টারের সর্বাধুনিক সংস্করণ কিনেছে। দিন হোক বা রাত, সমতল হোক বা পার্বত্য অঞ্চল– নজরদারি থেকে শুরু করে নিরাপত্তা, শান্তি অভিযান বা হামলা– যে কোনও পরিবেশ, পরিস্থিতিতে অদ্বিতীয় এই কপ্টারের ভূমিকা। একইভাবে, চিনুকও যে কোনো পরিবেশে অক্লেশে কাজ সমান সক্ষম। বিশ্বের অন্যতম নির্ভরযোগ্য ও দক্ষ এই কপ্টার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক দিল্লি সফরে ভারতীয় সেনার জন্যও ৬টি অ্যাপাচে কপ্টার কেনার চুক্তি হয়। collected link : bengali . abplive . com/news/india-china-border-tensions-iaf-receives-final-delivery-apache-chinook-military-helicopters-714911