:; জাভা ইউজাররা নিয়ে নিন ৫০+ কেবি ডাউনলোড স্পিডের ইউসি ব্রাউজার :: (সাথে থাকছে স্পিড হ্যাক করার উপায়)!!!
শুরুতেই বলছি নিচের লিংক থেকে এ্যাপ ডাউনলোড করেই কোনোকিছু ডাউনলোড করা শুরু করবেন না । নিচে যে কয়টা নিয়ম দিয়েছি সব গুলো নিয়ম মেনে কাজ করুন । আর আইটেল ইউজাররা স্পিড কমিয়ে নিবেন ।
আসসালামু আলাইকুম ।
আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন ।
পোষ্টটি শুরু থেকে সম্পূর্ণ পড়ুন ।
আসলে আমরা যারা জাভা ইউজার, তারা ভাবি আমরা যদি জাভাতে ২০ কেবি বা তার বেশি ডাউনলোড স্পিড পেতাম তাহলো কতই না ভালো হতো । কিন্তু সেখানে আমরা মাত্র 8-10 KB স্পিড পাই। আমরা হয়ত অনেক নোকিয়া ইউজাররা ভালো স্পিড পাই । ;;কিন্তু তবুও আমরা ভাবি “যদি ইচ্ছামতো ডাউনলোড স্পিড নিয়ন্ত্রণ করা যেত তাহলেই কতই না ভালো হত!!
হতাশার কোনো কারন নেই । কারন আজকে আমি দেখাব কিভাবে ডাউনলোড স্পিড হ্যাক করবেন ।
তো চলুন এবার টাইটেল প্রাসঙ্গিক আলোচনা করা যাক
New Feature:
- Auto Heap Cleaner
- Download Control System
- Screenshot System
- Handlar Mod
- & Many System
তবে শেয়ার আগে একটি বিশেষ বিজ্ঞপ্তি দিতে চাই আর সেটি হচ্ছে “আপনারা হয়ত সার্ভার বন্ধের কথা সম্পর্কে অবগত, আমি আশা করছি জাভা ইউজার সেটি বুঝে ফেলেছেন” । আর আমি নিজে একটা জিনিস লক্ষ্য করেছি যে অপেরা আর ইউসি এর কয়েকটা সার্ভার অফ করে দেওয়ার ফলে কিছু ফিচার নিখোঁজ হয়ে গেছে । আপনারা ব্যবহার করলেই বুঝতে পারবেন, তবে বেশি বুঝতে যাবেন না। আর ১টি কথা অ্যাপটিতে প্রবেশ করতে প্রথমবার একটু বেশি লোডিং নিতে পারে ।
App Name:: Uc Java MiniSize:: 702.40 KBDownload link:; Click Hereডাউনলোড করা হলে ইনস্টল করে অপেন
করুন । তবে ডাউনলোডের আগে আমাদের কিছু প্রাথমিক কাজ করতে হবে । অতএব নিচে আমার দেওয়া ছবি গুলো ফলো করুনঃ - অ্যাপে প্রবেশের পর Menu তে ক্লিক করুন এবং সেখান থেকে Setting এ ঢুকুন
- এবার Appearances এ ঢুকুন এবং সেখান থেকে cursor mode অফ করে দিন । আর চিত্রের মতো page sagement 8 kb আর image quality, low করে সেভ করে দিন
- এবার আবার Menu তে ক্লিক করে Settings > Extra Menu > Heap Setting > Auto Heap Clear এ yes দিয়ে Save দিয়ে দিন । এই অটো হিপ ক্লিনার আপনার ব্রাউজিংকে কে অনেক সহজ করতে সক্ষম ।
- এবার এড্রেসবারে www.google.com লিখে গুগল পেজে গিয়ে যা লিখতে চান সেটা লিখু সার্চ দিন। এখানে ১ টা জিনিস লক্ষ করবেন যে লোডিং নেওয়ার পর অনেকসময় (Back, Refresh) এই লেখা দুটা আসবে । বিশেষ করে বাংলালিংকে, সেক্ষেত্রে আপনারা Back এ ক্লিক করবেন ।
- এবার ডাউনলোড লিংকে গেলে নিচের মতো দেখতে পাবেন ।এবার Save এ ক্লিক করুন। তো সেখানে Select Foldar এ TFCard দিবেন । এর Save দিবেন । কয়েকবার পারমিশন চাবে আপনার yes দিবেন ।
- এবার নিচের মতো ডাউনলোড গিয়ে দেখবেন ডাউনলোড হচ্ছে ৫০ কেবি করে ।
- আগে কোনো ঝামেলা হতো না । তবে এখন কয়েক সেকেন্ড পর ৫০ কেবি লোড হতে পারে । তবে এক্ষেত্রে একটা কথা বলতে চাই আইটেল ইউজাররা একটু স্পিড কমিয়ে নিবেন (বেশি মাতবরি করবেন না)।
এবার দেখাবো কিভাবে ডাউনলোড স্পিড নিয়ন্ত্রণ করবেন (নোকিয়া ইউজারদের ক্ষেত্রে বেশি কার্যকরি)::
- সেটিং এ গিয়ে নিচের ছবিগুলো ফলো করুন
- এখানে স্পিড চেঞ্জ করলে আপনাকে যা করতে হবে সেটি হলো আপনাকে Active Download Block অন করে দিতে হবে মানে টিক দিতে হবে । আর Download Buffer (KB) এ আপনি কত ডাউনলোড স্পিড নিতে চান তা দিয়ে সেভ দিন ।
বিঃদ্রঃ যদি স্পিড পরিবর্তন করার পর লক্ষ করেন 1 byte করে ডাউনলোড হচ্ছে তাহলে অ্যাপ থেকে বের হয়ে আবার ঢুকে ডাউনলোড দিন ।