Indiaচাকরির খরব
ব্যাঙ্কে শুরু নিয়োগ, খালি হাজার হাজার পদ, যোগ্যতা স্নাতক
ভারত : ব্যাঙ্ক নিয়োগের বিজ্ঞপ্তি অনুযায়ী শুরু আবেদন পক্রিয়া। গতকাল থেকে ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশন রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কগুলির জন্য আবেদন পত্র নেওয়া শুরু করেছে। যার মধ্যে ৩৫১৭ টি probationary officer/ management trainee under CRP-X পদে নিয়োগ করা হবে।
* ২৮ অক্টোবর থেকে ১১ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন পক্রিয়া।
*(https://ibpsonline.ibps.in/crppo10jul20/) এই লিঙ্কে আবেদন করতে পারবেনউল্লেখ্য আগের থেকে বেড়েছে পদ।
*তবে আগেও এই আবেদন শুরু হয়েছিল, ২৬ অগাস্ট পর্যন্ত চলেছিল আবেদন পক্রিয়া।
* যারা সে সময় আবেদন করতে পারেননি, তাদের জন্যই মূলত শুরু হল এই প্রক্রিয়া।
*সেই সময় শূন্যপদ ছিল ১১৬৭। তবে এবার পদ সংখ্যা ৩৫১৭।
*বয়সের সময়সীমা ২০ থেকে ২৮।
এরকম নিত্য নতুন তথ্য জানতে HelpBangla.com নিয়মিত ভিজিট করুন।