ফরিদপুরে দূর্গা প্রতিমা ভাংচুর ( ভিডিও), প্রতিমার মাথা আলাদা করে পালিয়ে যায় দূর্বৃত্তরা
ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের রামদিয়া কামার বাড়ি দূর্গা মন্দিরে আনুমানিক রাত ৮ঃ৩০ ঘটিকায় একদল দূর্বিত্ত প্রতিমা ভাংচুর করে পালিয়ে যায়।
সাতৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মুজিবর রহমান রাত ১২ টা নাগাদ ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ দুই তরুণকে গ্রেপ্তার করেছে।
ওই গ্রামে রামদিয়া কর্মকারপাড়া সর্বজনীন দুর্গাপূজার মণ্ডপে ২৭ বছর ধরে দুর্গাপূজার আয়োজন করা হচ্ছে। প্রতিবছর টিনের বেড়া দিয়ে একটি অস্থায়ী মণ্ডপ নির্মাণ করে এ পূজার আয়োজন করা হয়। এবারও সেভাবেই পূজা আয়োজনের সব প্রস্তুতি শেষ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার ওসি আমিনুল ইসলাম বলেন, রাতেই পুলিশ ওই গ্রামে অভিযান চালিয়ে এ ভাঙচুরের ঘটনায় জড়িত সন্দেহে ওই গ্রামের বাসিন্দা নয়ন শেখ (২০) ও রাজু মৃধা (২৬) নামের দুই তরুণকে গ্রেপ্তার করে। তিনি বলেন, এ ঘটনায় ওই মণ্ডপ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মৃণাল কর্মকার বাদী হয়ে একটি মামলা করেছেন।
ওই মণ্ডপের সাধারণ সম্পাদক মৃণাল কর্মকার বলেন, আজ বুধবার দেবীর বোধন এবং আগামীকাল বৃহস্পতিবার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী দুর্গাপূজার সূচনা হতে যাচ্ছে। পূজার প্রাক্কালে প্রতিমা ভাঙচুরের ঘটনাটি খুবই বেদনাদায়ক।’ তিনি বলেন, ‘এরই মধ্যে আমাদের প্রতিমাশিল্পীর সঙ্গে কথা হয়েছে। তিনি দ্রুত প্রতিমার ক্ষত মিটিয়ে দিতে পারলে আমাদের পক্ষে হয়তো এ বছর পূজা চালিয়ে যাওয়া সম্ভব হবে।’
collected by : prothomalo
(edited)