[hot_post]দেখে নিন জাভা ফোন দিয়ে FTP Connect করবেন কিভাবে।না দেখলে চরম মিস।
আজকে আপনাদের আমি শেখাবো যে কিভাবে জাভা ফোন দিয়ে FTP কানেক্ট করবেন।অনেকেই এই ট্রিকটা যানেন।আবার আনেকেই এই ট্রিকটা যানেন না।যারা জানেন তারা এই পোস্ট থেকে 100 হাত দুরে থাকুন।আর যারা জানেনা তারা মনোযোগ দিয়ে এই এই পোষ্ট টি পরবেন।আর যারা এই ট্রিকটি জানা সত্ত্বেও এই পোষ্টটি পরেন তাহলে দয়া করে কোনো প্রকার খারাপ কমেন্ট করবেন না।এইটা আপনাদের কাছে আমার অনুরোধ।
তো চলুন শুরু করা যাক।
প্রথমে আপনারা গুগল থেকে অথবা এখান থেকে একটা অপেরা ডাউনলোড করে নিন।তবে ওপেরা 4.20 হলে একটু ভালো হয়।এখন নিচের স্টেপ গুলো ফলো করুন।
1.ওপেরা ডাউনলোড করা হলে ইনিস্ট্রল করুন।দেখুন আমি করেছি।
2.এখন opera এর menu বাটন ক্লিক করুন।মানে কল বাটনের উপরের বাটন ss এর মতো।
3.এখন go to তে ক্লিক করে ftp manager এ ক্লিক করুন ss এর মতো।
4. ftp manager এ ক্লিক করলে একটা ফাকা পেজ আসবে ss এর মতো।
5.এখন menu তে ক্লিক করে new তে ক্লিক করুন নিচের মতো।
6.তারপর নিচের মতো একটা page আসবে
7.প্রথম বক্সে যেকনো একটা নাম example:আমি দিয়েছি bk নিচের ss এর মতো।
8. 2য় বক্সে আপনি যে host থেকে host নিয়েছেন সেইটা example: আমি দিলাম ftp.needswap.gq নিচের ss এর মতো।
9. 3য় বক্সে আপনার Cpanel Username দিন Ss এর মতো করে।
10.4র্থ বক্সে আপনার cpanel pass দিয়ে Ok তে ক্লিক করুন ss এর মতো করে।
11.এখন ok তে ক্লিক করলে নিচের মতো একটা পেজ আসবে।
12.দেখুন একটা ফাইল অ্যাড হয়েছে।এখন এর উপর ক্লিক করুন।তারপর একটু লোড নিবে।তারপর নিচের মতো পেজে আসলে হয়ে গেছে।
তো শিখে গেলেন আপলা জাভা দিয়ে ftp connect করা।তো আজ এই পর্যন্তই।দেখা হবে পরের পোস্টে.