BECIL সংস্থায় কর্মী নিয়োগ ২০২৫, এখনই আবেদন করুন

BECIL RECUITMENT 2025 : ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট ইন্ডিয়া লিমিটেড তরফে থেকে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে নিদিষ্ট যোগ্যতাযর ভিত্তিতে একাধিক পদে কর্মী নিয়োগের আহবান জানিয়েছেন BECIL সংস্থা। আজকের এই প্রতিবেদনের মাধ্যমে BECIL সংস্থায় চাকরিপ্রার্থীদের পদের নাম, শূন্য পদের বিবরণ, পদ অনুসারে শিক্ষাগত যোগ্যতা এবং আবেদনের যোগ্যতা, নিয়ম পদ্ধতি ও আবেদন পদ্ধতি সংক্রান্ত সমস্ত তথ্য বিস্তারিতভাবে আলোচনা করা হলো।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

আরো পড়ুন, Income Tax Department Recruitment 2025 : আয়কর বিভাগে কর্মী নিয়োগের খুঁটিনাটি

নিয়োগকারী সংস্থা :

BROADCAST ENGINEERING CONSULTANTS INDIA LIMITED

BECIL RECUITMENT 2025 : (গুরুত্বপূর্ন তারিখ)

1. অফলাইনে আবেদন করার তারিখআবেদন প্রক্রিয়ায় শুরু হয়েছে
2. আবেদনের শেষ তারিখ২৪ ফেব্রুয়ারি ২০২৫

প্রতিদিন সরকারি চাকরির খবর সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন

BECIL RECUITMENT 2025 : মোট শূন্য পদ

ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট ইন্ডিয়া লিমিটেড যে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে পদের সংখ্যা ৪০৭ টি। তবে পদ অনুযায়ী শূন্য পদের সংখ্যা আলাদা আলাদা। পদের বিস্তারিত তথ্য পেতে অফিশিয়াল নোটিফিকেশন দেখুন।

আরো পড়ুন, অষ্টম শ্রেণী পাশে অনগ্রসর শ্রেণী কল্যাণ ও উপজাতি বিভাগে একাধিক পদে নিয়োগ, মাসিক বেতন ১৫ হাজার টাকা : Backward Classes Welfare Department Recruitment

BECIL RECUITMENT 2025 : শিক্ষাগত যোগ্যতা

আবেদনকারী চাকরির প্রার্থীদের আবেদন প্রক্রিয়ায় অংশ নেওয়ার জন্য আলাদা-আলাদা শিক্ষাগত যোগ্যতা আলাদা । কিছু পদের জন্য আবেদন করার ক্ষেত্রে মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক উত্তীর্ণ যোগ্যতা। আবার, কিছু পদের জন্য আবেদন করার ক্ষেত্রে কোনো স্বীকৃতি প্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে কোনো নির্দিষ্ট বিষয়ে একগ্রতা সম্পূর্ণ করা আবশ্যক।

BECIL RECUITMENT 2025 : প্রার্থী নির্বাচন প্রক্রিয়া

আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য চাকরি প্রার্থীদের কোন লিখিত পরীক্ষা নেওয়া হবে না। BECIL সংস্থায় কর্মী নিয়োগের ক্ষেত্রে সরাসরি ইন্টারভিউ ও ডকুমেন্ট যাচাই এর মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে।

BECIL RECUITMENT 2025 : অফলাইনে ফর্ম ফিলাপ কীভাবে পূরণ করবেন ?

১. BECIL সংস্থায় আবেদন করার জন্য, আবেদন কারীকে (www.becil.com/) অফিসিয়াল ওয়েবসাইট এ নতুবা নিচে দেওয়া লিংক থেকেও আবেদন পাত্রটি সংগ্রহ করতে হবে।

২.BECIL সংস্থায় চাকরির নিয়োগ ২০২৫। চাকরি প্রার্থীদের ২৪/০২/২০২৫-এর আগে আবেদন করতে হবে ।

৩. BECIL সংস্থায় চাকরির নিয়োগ ২০২৫-এ নিয়োগের আবেদনপত্র আবেদন করার আগে চাকরি প্রাথীদের বিজ্ঞপ্তিটি পড়তে হবে।

৪. যোগ্যতা, পরিচয়পত্রের প্রমাণ, ঠিকানার বিবরণ, মৌলিক বিবরণ – সমস্ত নথিপত্র পরীক্ষা করে সঙ্গে রাখতে হবে।

৫. আবেদনপত্র জমা দেওয়ার আগে অবশ্যই আবেদনপত্রটি পুনরায় চেক করতে হবে এবং সমস্ত কলাম সাবধানে যাচাই করে দেখুন।

৬. সাধারণ / OBC / EWS চাকরি প্রার্থীদের আবেদন মূল্য হিসেবে ৫৯০ টাকা প্রদান করতে হবে। SC / ST / PH সংরক্ষণ শ্রেণীর চাকরি প্রার্থীদের আবেদনের ক্ষেত্রে ২৯৫ টাকা প্রদান করতে হবে।

আরো পড়ুন, পশ্চিমবঙ্গ বিদ্যুৎ দপ্তরে চাকরি, কোন যোগ্যতায় আবেদন : WBPDCL Recruitment 2025

গুরুত্বপূর্ণ লিঙ্ক
অফিসিয়াল বিজ্ঞপ্তিClick Here
অফিসিয়াল ওয়েবসাইটwww.becil.com
আমাদের হোয়াটসঅ্যাপ লিঙ্কJoin Our Group
আমাদের টেলিগ্রাম লিঙ্কJoin Our Group
অন্যান্য চাকরির আপডেটআরো পড়ুন