Income Tax Department Recruitment 2025 : আয়কর বিভাগে কর্মী নিয়োগের খুঁটিনাটি

Income Tax Department Recruitmen : ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট এর তরফে থেকে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে নিদিষ্ট যোগ্যতাযর ভিত্তিতে কর্মী নিয়োগের আহবান জানিয়েছেন আয়কর বিভাগ। আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আয়কর বিভাগে চাকরিপ্রার্থীদের পদের নাম, শূন্য পদের বিবরণ, পদ অনুসারে শিক্ষাগত যোগ্যতা এবং আবেদনের যোগ্যতা, নিয়ম পদ্ধতি ও আবেদন পদ্ধতি সংক্রান্ত সমস্ত তথ্য বিস্তারিতভাবে আলোচনা করা হলো।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

আরো পড়ুন, অষ্টম শ্রেণী পাশে অনগ্রসর শ্রেণী কল্যাণ ও উপজাতি বিভাগে একাধিক পদে নিয়োগ

নিয়োগকারী সংস্থা :

Income Tax Department West Bengal & Sikkim Region

Income Tax Department Recruitment 2025 : Important Dates (গুরুত্বপূর্ন তারিখ)

1. আবেদন শুরু হবে১৩ই ফেব্রুয়ারী ২০২৫
2. আবেদনের শেষ তারিখ১৯শে এপ্রিল ২০২৫

আরো পড়ুন, পশ্চিমবঙ্গ বিদ্যুৎ দপ্তরে চাকরি

আয়কর বিভাগে কর্মী নিয়োগ ২০২৫: বয়সসীমা ০১-০১-২০২৫ তারিখ অনুযায়ী

* সর্বনিম্ন বয়স: ১৮ বছর
* সর্বোচ্চ বয়স: ৫৬ বছর

Income Tax Department Recruitment 2025 : চাকরি প্রার্থীদের শুন্যপদের বিবরণ

পদের নাম ( Name of Post)মোট শূন্যপদের সংখ্যামাসিক বেতন
স্টেনোগ্রাফার গ্রেড -১৪৮ জনLevel-6 as per 7h Pay কমিশনে 35400-112400 টাকা

আয়কর বিভাগে কর্মী নিয়োগ ২০২৫ : প্রার্থী নির্বাচন প্রক্রিয়া

 আয়কর বিভাগে কর্মী নিয়োগ লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়াই সরাসরি ডকুমেন্ট যাচাই এর মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে।

আরো পড়ুন,মাধ্যমিক পাশ যোগ্যতায় চাকরির দারুন সুযোগ লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়াই চাকরি ২১,৮১৩ টি শূন্যপদে নিয়োগ 

Income Tax Department Recruitment 2025 : অফলাইনে ফর্ম ফিলাপ কীভাবে পূরণ করবেন ?

১. আয়কর বিভাগে আবেদন করার জন্য, আবেদন কারীকে (www.incometaxkolkata.gov.in) অফিসিয়াল ওয়েবসাইট এ নতুবা নিচে দেওয়া লিংক থেকেও আবেদন পাত্রটি সংগ্রহ করতে হবে।

২.আয়কর বিভাগে চাকরির নিয়োগ ২০২৫। চাকরি প্রার্থীদের ১৩/০১/২০২৫ থেকে ১৯/০৪/২০২৫-এর মধ্যে আবেদন করতে হবে ।

৩. আয়কর বিভাগে চাকরির নিয়োগ ২০২৫-এ নিয়োগের আবেদনপত্র আবেদন করার আগে চাকরি প্রাথীদের বিজ্ঞপ্তিটি পড়তে হবে।

৪. যোগ্যতা, পরিচয়পত্রের প্রমাণ, ঠিকানার বিবরণ, মৌলিক বিবরণ – সমস্ত নথিপত্র পরীক্ষা করে সঙ্গে রাখতে হবে।

৫. আবেদনপত্র জমা দেওয়ার আগে অবশ্যই পুনরায় চেক করতে হবে এবং সমস্ত কলাম সাবধানে যাচাই করে দেখুন।

আরো পড়ুন,All Latest Job Vacancy 2025

গুরুত্বপূর্ণ লিঙ্ক
অফিসিয়াল বিজ্ঞপ্তিবিজ্ঞপ্তি দেখুন
অফিসিয়াল ওয়েবসাইটwww.incometaxkolkata.gov.in
আমাদের হোয়াটসঅ্যাপ লিঙ্কJoin Our Group
আমাদের টেলিগ্রাম লিঙ্কJoin Our Group
অন্যান্য চাকরির আপডেটআরো পড়ুন