NID Card দিয়ে কয়টি সিম Registration আছে জানার নিয়ম | HelpBangla.com
image
Homeমোবাইল টিপসNID Card দিয়ে কয়টি সিম Registration আছে জানার নিয়ম

NID Card দিয়ে কয়টি সিম Registration আছে জানার নিয়ম

প্রযুক্তির মুক্ত বাংলা

HelpBangla.com

এর সাথে নিশ্চই ভালোই আছেন।

HelpBangla.com

এমনই টিপস সাইট যেখানে আপনি স্বাস্থ্য টিপস থেকে শুরু করে জোকস হতে গল্প পর্যন্ত সবকিছুই একসাথে পাবেন। আজ আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটি ছোট্ট টিপস নিয়ে উপস্থিত হয়েছি।
সিম কার্ড নিবন্ধনের সময় চাল দিয়ে, ডাল দিয়ে সাধারণ মানুষের আঙ্গুলের ছাপ নিয়ে রেজিস্ট্রেশনের ঘটনা অনেক শোনা গিয়েছিল। এরপরই দেশের mobile অপারেটরা একটি NID Card এর অধীনে কতটি সিম Registration করা হয়েছে তা সকল অপারেটরের গ্রাহকদের এসএমএস করে জানিয়ে ছিলো। যারা এই রকম এসএমএস পাইছেন বা পাননি, তারা সবাই চাইলে SMS করে বা মোবাইল হতে ডায়াল করে সহজেই জেনে নিতে পারেন আপনার NID Card দিয়ে সিমের রেজিস্ট্রেশন সংখ্যা। Nid কার্ড আপনার রাষ্ট্রীয় পরিচিতি বহন করে, আপনার কার্ড দিয়ে অন্যকারো সিম রেজিস্ট্রেশন থাকা গ্রহণযোগ্য নয়।
ফিরছি মূল টিপসে আজ আমরা জানব nid কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন আছে জানার নিয়ম।
Nid Card দিয়ে বিভিন্ন অপারেটরে বায়োমেট্রিক সিম রেজিষ্টেশন পদ্ধতিতে সিম নিবন্ধের সংখ্যা জানার সুবিধার্থে সহজেই জানানোর ব্যবস্থা করেছে বেশ কয়েকটি মোবাইল সিম অপারেটর।

কয়টি সিম রেজিষ্ট্রেশন আছে জানার নিয়ম

→ Gp থেকে সিম রেজিষ্ট্রেশন সংখ্যা দেখতে info লিখে মেসেজ করুন 4949 নম্বরে ।
→ BanglaLink থেকে সিম রেজিষ্ট্রেশন সংখ্যা দেখতে ডায়াল করুন *১৬০০*২# নম্বরে ।
→ Robi সিম থেকে যদি রেজিষ্ট্রেশন সংখ্যা দেখতে চান ডায়াল করুন *১৬০০*৩# নম্বরে ।
→ Airtel সিম থেকে যদি রেজিষ্ট্রেশন সংখ্যা দেখতে চান ডায়াল করুন *১২১*৪৪৪৪# নম্বরে।
নতুন নতুন টিপসের জন্য নিয়মিত

HelpBangla.com

ভিজিট করুন।

সৌজন্যে : HelpBangla.com

নতুন নতুন তথ্য জানতে নিয়মিত সাইট ভিজিট করুন
6 months ago (April 27, 2019) 373 Views
Report

About Author (62)

Admin

প্রযুক্তির মুক্ত বাংলা HelpBangla.com নতুন তথ্য জানতে ও জানাতে, নব অভিলষে আপনাদের মাঝে আসা, নিজে টিপস লিখতে উপরে Sign up করে Login করুন।

image

comment closed

Related Posts

click for Home page