WBSETCL Recruitment 2025 । পশ্চিমবঙ্গে বিদ্যুৎ বিভাগে কর্মী নিয়োগ, পরীক্ষা ছাড়াই

পশ্চিমবঙ্গে বিদ্যুৎ বিভাগে একাধিক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ন্যূনতম মাধ্যমিক পাশ যোগ্যতায় চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন। রাজ্যের সমস্ত চাকরিপ্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ যারা দীর্ঘদিন ধরে ভালো চাকরির খোঁজ করছেন। আমরা এই প্রতিবেদনের মাধ্যমে পশ্চিমবঙ্গে বিদ্যুৎ বিভাগে তরফ থেকে প্রকাশিত চাকরির বিজ্ঞপ্তির যাবতীয় সমস্ত রকম তথ্য আপনাদের সামনে বিস্তারিতভাবে তুলে ধরেছি। যেটা পড়েলে আপনারা খুব সহজেই  আবেদন করতে পারবেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now
WBSETCL Recruitment 2025

WBSETCL Surveyor/Special Officer Recruitment 2025

West Bengal State Electricity Transmission Co. Ltd.
: বিজ্ঞপ্তির সংক্ষিপ্ত বিবরণ


WWW.HELPBANGLA.COM
গুরুত্বপূর্ণ তারিখআবেদন ফি বয়সসীমা ( Age)
আবেদন শুরু: ২২.০১.২০২৫ (সকাল ১০:০০)
অনলাইনে আবেদনের শেষ তারিখ: সকল কাগজপত্র / ১৩.০২.২০২৫
পরিচয়পত্র সহ আবেদনপত্র গ্রহণের শেষ তারিখ ১৩.০২.২০২৫ (বিকাল ৫:৩০)
সাধারণ / OBC / EWS: ০/- (শূন্য)
SC / ST / PH: ০/- (শূন্য)
সকল শ্রেণীর মহিলা: ০/- (শূন্য)
বয়সসীমা ০১/০১/২০২৫ তারিখ অনুযায়ী ৬০ থেকে ৬২বছর অব্দি

আরো পড়ুন, অনলাইনে রেশন কার্ডে কীভাবে ঠিক করবেন? How to correction ration card online

WBSETCL Recruitment 2025: পোস্টগুলির বিবরণ

পদের নামমোট্ শূন্যপদWBSETC Recruitment :যোগ্যতা
Special Officer (Security)02অবসরপ্রাপ্ত উপ-পুলিশ সুপারিনটেনডেন্ট পদমর্যাদার কর্মকর্তা যিনি তাদের কর্মজীবনে ওসি/আইসি/সিআই/জোনাল ডিএসপি/এসডিপিও হিসেবে বিভিন্ন পদে কাজ করেছেন।
Special Officer (Land)01যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক। অবসর গ্রহণের আগে কমপক্ষে ২ বছর ধরে SDL & LRO/Dy. DL & LRO/Addl. LAO/SRO-I/SROII হিসেবে দায়িত্ব পালন করে অবসরপ্রাপ্ত সরকারি ভূমি বিভাগ
অধিকর্তা হতে হবে।
Surveyor02প্রার্থীকে পশ্চিমবঙ্গ সরকারের ভূমি বিভাগে বা তার অধীনে সার্ভেয়ার বা সমমানের পদে অবসরপ্রাপ্ত হতে হবে। ক্ষেত্র যাচাইকরণ সহ ভূমি অধিগ্রহণ পরিকল্পনা প্রস্তুত করার অভিজ্ঞতা অপরিহার্য।
আবেদন পদ্ধতি (APPLICATION PROCEDURE)
আবেদনপত্রের ফর্ম্যাট কোম্পানির ওয়েবসাইট www.wbsetcl.in থেকে ডাউনলোড করা যাবে
এবং ২২.০১.২০২৫ তারিখ থেকে।

আগ্রহী যোগ্য প্রার্থীরা পূরণ করা আবেদনপত্রের সাথে পরিচয়ের প্রমাণ হিসেবে সার্টিফিকেট/নথিপত্রের স্ব-প্রত্যয়িত কপি জমা দিতে পারেন(ভোটার কার্ড/প্যান কার্ড/আধার কার্ড), বয়সের প্রমাণ (জন্ম শংসাপত্র/প্রবেশপত্র মাধ্যমিক পরীক্ষার সার্টিফিকেট), শিক্ষাগত যোগ্যতার প্রমাণ, অভিজ্ঞতার প্রমাণ, অবসরকালীন এবং পেনশন প্রদানের ক্ষেত্রে শেষ নিয়োগকর্তার কাছ থেকে মুক্তির আদেশ জেনারেল ম্যানেজার (এইচআর অ্যান্ড এ), প্রশিক্ষণ, পরিকল্পনা ও সহযোগী পরিষেবা, ডব্লিউবিএসইটিসিএল, বিদ্যুৎ ভবন, ৮ম তলা, ডি-ব্লক, সল্টলেক, কলকাতা – ৭০০০৯১-এর কাছে আদেশ (পিপিও) ১৩.০২.২০২৫ তারিখ বা তার আগে। খামের উপরে ” …………………… পদের জন্য আবেদন (আবেদনকৃত পদের উল্লেখ করুন)” লেখা থাকতে হবে।

নির্বাচন প্রক্রিয়া : SELECTION PROCESS

শুধুমাত্র ব্যক্তিগত সাক্ষাৎকারে পারফরম্যান্সের ভিত্তিতে নির্বাচন করা হবে। সাক্ষাৎকারটি বিদ্যুৎ ভবন, সল্টলেক, কলকাতায় উপযুক্ত তারিখে অনুষ্ঠিত হবে এবং সকল যোগ্য প্রার্থীকে পূর্বেই অবহিত করা হবে।

আরো পড়ুন, প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ সার্ভে তালিকা ২০২৫

প্রার্থীদের মূল পদ এবং আবেদনের সম্পুর্ন্ন তথ্য সম্পর্কে অবগত থাকার জন্য এবং তাদের পছন্দসই পদের জন্য সময়মত আবেদনগুলি নিশ্চিত করতে নিচে দেওয়া বিজ্ঞপ্তি দেখে নিবেন। নিচে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেওয়া হল চেক করুন

গুরুত্বপূর্ণ লিংক (Important Links)
Official Notice Click Here
Official WebsiteClick Here
Application FormClick Here
আমাদের হোয়াটসঅ্যাপ লিঙ্কClick Here
অন্যান্য চাকরির আপডেট লিঙ্কClick Here