West Bengal Co-operative Bank Recruitment 2025: পশ্চিমবঙ্গ সমবায় ব্যাংকে একাধিকপদে কর্মী নিয়োগ, দেখেনিন কোন পদের জন্য কি যোগ্যতা লাগবে

পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য সু-খবর। পশ্চিমবঙ্গ রাজ্যের একাধিক শূন্যপদের জন্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে কো-অপারেটিভ ব্যাংক। যে সমস্ত চাকরিপ্রার্থীরা ব্যাঙ্কের চাকরির জন্য অপেক্ষা করছিলেন, তাদের অপেক্ষার অবসান শেষ । এখানে একাধিক পদে বিভিন্ন যোগ্যতায় চাকরিপ্রার্থীরা আবেদন করার সুযোগ পাবেন। আজকের প্রতিবেদন মাধ্যমে নিয়োগ সম্পর্কিত সমস্ত তথ্য জেনে নিন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

পশ্চিমবঙ্গ রাজ্যের কো-অপারেটিভ সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট এর সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশীত করা হয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্যের মালদা, জলপাইগুড়ি, রানীগঞ্জ, হুগলি, নদিয়া এবং পুরুলিয়া জেলার এই সব কো-অপারেটিভ ব্যাংকগুলোতে কর্মী নিয়োগ করা হবে।

West Bengal Co-operative Service Commission

West Bengal Co-operative Bank Recruitment 2025

West Bengal Co-operative Service : বিজ্ঞপ্তির সংক্ষিপ্ত বিবরণ



WWW.HELPBANGLA.COM

গুরুত্বপূর্ণ তারিখ (Important Dates):

অনলাইন আবেদন শুরু ২৮ জানুয়ারী ২০২৫ সকাল ১০:০০ টা থেকে
অনলাইন আবেদনের শেষ তারিখ ২৭ ফেব্রুয়ারি ২০২৫ বিকাল রাত ১১:৫৯ টা অব্দি।

আরো পড়ুন, ICDS কর্মী নিয়োগ প্রক্রিয়া ২০২৫ : icds recruitment 2025 west bengal

আবেদন ফি (Application fee):

বিভাগ (Category)পরীক্ষার ফি (Examination Fees)প্রক্রিয়াকরণ ফি (Processing Fees)মোট প্রদেয় পরিমাণ (Total Amount Payable)
Unreserved (UR)৪০০.০০ টাকা২৫০.০০ টাকা৬৫০.০০ টাকা
Other Backward Classes (OBC), OBC-A, OBC-B৪০০.০০ টাকা২৫০.০০ টাকা৬৫০.০০ টাকা
Scheduled Castes (SC)শূন্য২৫০.০০ টাকা২৫০.০০ টাকা
Scheduled Tribes (ST)শূন্য২৫০.০০ টাকা২৫০.০০ টাকা
Economically WeakerSection (EWS)৪০০.০০ টাকা২৫০.০০ টাকা৬৫০.০০ টাকা

পরীক্ষার ফি শুধুমাত্র ডেবিট কার্ড, ক্রেডিট, কার্ড, নেট ব্যাংকিং অথবা ই চালান ফি মোডের মাধ্যমে করতে হবে।

West Bengal Co-operative Bank Recruitment 2025 : বয়সসীমা ০১/০১/২০২৫ তারিখ অনুযায়ী

সর্বনিম্ন বয়স: ১৮ বছর
সর্বোচ্চ বয়স: 40 বছর
SC & ST প্রার্থীদের জন্য সর্বোচ্চ বয়সসীমা ৫ বছর, OBC-NCL প্রার্থীদের জন্য ৩ বছর, PwBD প্রার্থীদের জন্য ১০ বছর বয়সের ছাড়।

যে সব সমবায় ব্যাংকে এই কর্মী নিয়োগ করা হবে সেগুলি হল –

১. নদিয়া জেলা কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেড।

২. হুগলি জেলা কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেড।

৩. পুরুলিয়া কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেড।

৪. জলপাইগুড়ি কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেড।

৫. মালদা জেলা কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেড।

৬. রায়গঞ্জ কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেড।

আরো পড়ুন, প্রধানমন্ত্রী আবাস প্রকল্পের আবেদন শুরু ২০২৫: অনলাইনে মোবাইলে আবেদন করুন এই ভাবে

West Bengal Co-operative Bank Recruitment 2025 : শূন্যপদ সম্পর্কিত বিবরণ

সোসাইটির নামপদের নামমোট শূন্যপদবিভাগমাসিক বেতনযোগ্যতা
Nadia DCCB Ltd.Assistant (Grade-I) Clerk16UR-7, UR(EWS)-1, ST-1,
SC-3, OBC(A)-2, OBC(B)-
2
৩৮৩৪০.০০ টাকা১. যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি। ২. ৬ মাসের সার্টিফিকেট কোর্সসহ মৌলিক কম্পিউটার জ্ঞান।
Hooghly DCCB LtdJUNIOR
ASSISTANT/JUNIOR
SUPERVISOR/JUNIOR
CASHIER/JUNIOR LEDGER
KEEPER- (ALL POSTS ARE
FROM GRADE-IV
CATEGORY)
26UR-13,EWS-3, SC-5,ST1, OBC-A- 3 , OBC-B-1,৩৪৬১৫.০০ টাকা১. স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি।

২. কম্পিউটার সম্পর্কে মৌলিক জ্ঞান যেমন এমএস।
Malda DCCB LtdAssistant (Grade-II)26UR-10, UR(EWS) – 3, SC –
6, ST- 2, OBC(A) – 3,
OBC(B) – 2
৪০,৪০৯.০০ টাকা১. যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি।
২. ৬ মাসের সার্টিফিকেট কোর্সসহ মৌলিক কম্পিউটার জ্ঞান।
Jalpaiguri CCB LtdClerk2UR-2, SC-1, ST-1৫৮,৬৪৪.০০ টাকা১. যেকোনো বিষয়ে অনার্স স্নাতক
কমপক্ষে ৪৫% নম্বর বা পাস
উচ্চ
মাধ্যমিক (অথবা সমমানের) কমপক্ষে ৫০% নম্বর নিয়ে স্নাতক।
২. বেসিক কম্পিউটার জ্ঞানে ডিপ্লোমা।
Raiganj CCB LtdAssistant / Supervisor /
Cashier
7UR-2, UR(EWS)-1, SC-2,
ST-1, OBC(A)-1,
৪২৯৪৯.০০ টাকা১. যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি। ২. ৬ মাসের সার্টিফিকেট কোর্সসহ মৌলিক কম্পিউটার জ্ঞান।
Purulia Central Co-operative Bank Ltd.Assistant Grade-I6UR-3, SC-1, ST-1,
OBC(B)-1
২১৮৮৩.০০ টাকা১. যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি। ২. ৬ মাসের সার্টিফিকেট কোর্সসহ মৌলিক কম্পিউটার জ্ঞান।

West Bengal Co-operative Bank Recruitment 2025, প্রার্থীদের মূল পদগুলি সম্পর্কে আরো জানার জন্য এবং পছন্দসই পদের জন্য সময়মত আবেদনগুলি নিশ্চিত জন্য নিচে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেওয়া হল চেক করে আবেদন করবেন ।

পশ্চিমবঙ্গ সমবায় ব্যাংক একধিক পদে কর্মী নিয়োগ ২০২৫ :অনলাইন ফর্ম 2025 কীভাবে পূরণ করবেন

১. অনলাইন মাধ্যমে www.webcsc.org -এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নির্ভুল ভাবে আবেদন পত্রটি পূরণ করে জমা করতে হবে।

২. আবেদন মূল্য হিসেবে আপনার পদ অনুযায়ী যা পেমেন্ট তা করতে হবে ২৭/০২/২০২৫ তারিখের মধ্যে।

৩.অনুগ্রহ করে সমস্ত নথিপত্র পরীক্ষা করে সংগ্রহ করুন – যোগ্যতা, পরিচয়পত্রের প্রমাণ, ঠিকানার বিবরণ, মৌলিক বিবরণ।

৪. অনুগ্রহ করে নিয়োগ পরীক্ষার ফর্ম সম্পর্কিত স্ক্যান ডকুমেন্ট প্রস্তুত করে রাখুন যেমন – ছবি, স্বাক্ষর, পরিচয়পত্রের প্রমাণ, ইত্যাদি।

৫. আবেদনপত্র জমা দেওয়ার আগে অবশ্যই প্রিভিউ দেখে নিবেন এবং সমস্ত কলাম সাবধানে ফিলাপ করবেন।

৬. চূড়ান্ত জমা দেওয়া পর ফর্ম টি এককপি প্রিন্ট আউট করে রাখুন ।
গুরুত্বপূর্ণ লিঙ্ক
অফিসিয়াল বিজ্ঞপ্তিDownload PDF
অনলাইন আবেদন লিঙ্ক CLICK HERE
অফিসিয়াল ওয়েবসাইটwww.webcsc.org
আমাদের হোয়াটসঅ্যাপ লিঙ্কJoin Group
অন্যান্য চাকরির আপডেটআরো পড়ুন

আরো পড়ুন, Work from Home Job 2025: জিও আপনাকে কোনও বিনিয়োগ ছাড়াই ঘরে বসে আয় করার সুযোগ দিচ্ছে! আপনি প্রতিদিন ১৫০০ টাকারও বেশি আয় করতে পারবেন, কিন্তু কীভাবে করবেন বিস্তারিত দেখুন