অষ্টম শ্রেণী পাশে অনগ্রসর শ্রেণী কল্যাণ ও উপজাতি বিভাগে একাধিক পদে নিয়োগ, মাসিক বেতন ১৫ হাজার টাকা : Backward Classes Welfare Department Recruitment

Backward Classes Welfare Department Recruitment 2025: সম্প্রতি অনগ্রসর শ্রেণী কল্যাণ ও উপজাতি বিভাগে দক্ষিণ দিনাজপুর জেলার অনগ্রসর শ্রেণী কল্যাণ সমিতি তরফ থেকে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে নূন্যতম অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় কর্মী নিয়োগের আহবান জানিয়েছেন অনগ্রসর কল্যাণ সমিতি। এখানে অষ্ঠম শ্রেণী পাশ থাকলে এই সকল পদ গুলিতে আবেদন করতে পারবেন। আজকের প্রতিবেদনের মাধ্যমে অনগ্রসর শ্রেণী কল্যাণ সমিতির চাকরিপ্রার্থীদের পদের নাম, শূন্য পদের বিবরণ, পদ অনুসারে শিক্ষাগত যোগ্যতা এবং আবেদনের যোগ্যতা, নিয়ম পদ্ধতি ও আবেদন পদ্ধতি সংক্রান্ত সমস্ত তথ্য বিস্তারিতভাবে আলোচনা করা হলো।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

পশ্চিমবঙ্গ বিদ্যুৎ দপ্তরে চাকরি, কোন যোগ্যতায় আবেদন : WBPDCL Recruitment 2025

নিয়োগকারী সংস্থা:

Govt. of West Bengal Office of the Project Officer cum District Welfare Officer Backward Classes Welfare & Tribal Development Dakshin Dinajpur, Balurghat

Backward Classes Welfare Department Recruitment 2025: Important Dates(গুরুত্বপূর্ন তারিখ)

1.অনলাইন আবেদন শুরু হবে১৩ই ফেব্রুয়ারী ২০২৫
2. অনলাইনে আবেদনের শেষ তারিখ২৭সে ফেব্রুয়ারী ২০২৫
3. লিখিত পরীক্ষার জন্য যোগ্য প্রার্থীদের নাম প্রকাশিত হবে৫ই মার্চ ২০২৫
4. লিখিত পরীক্ষার জন্য এডমিট কার্ড দেওয়া হবে১১ই মার্চ ২০২৫
5. লিখিত পরীক্ষা হবে২৩শে মার্চ ২০২৫
6. ইন্টারভিউ এর তারিখ২এপ্রিল ২০২৫

মাধ্যমিক পাশ যোগ্যতায় চাকরির দারুন সুযোগ লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়াই চাকরি ২১,৮১৩ টি শূন্যপদে নিয়োগ 

Backward Classes Welfare Department Recruitment 2025 : বয়সসীমা ০১-০১-২০২৫ তারিখ অনুযায়ী

* সর্বনিম্ন বয়স: ১৮ বছর
* সর্বোচ্চ বয়স: ৪০ বছর
* SC & ST প্রার্থীদের জন্য সর্বোচ্চ বয়সসীমা ৫ বছর, OBC-NCL প্রার্থীদের জন্য ৩ বছর, PwBD প্রার্থীদের জন্য ১০ বছর বয়সের ছাড়।

Backward Classes Welfare Department Recruitment 2025 : চাকরি প্রার্থীদের শুন্যপদের বিবরণ

Categoryমোট শূন্যপদের সংখ্যাশিক্ষাগত যোগ্যতামাসিক বেতন
1. কুক পদে নিযুক্ত প্রার্থীদের০১অষ্টম শ্রেণী পাশ৭০০০/-টাকা থেকে শুরু
2. কেয়ারটেকার পদে নিযুক্ত প্রার্থীদের০২অষ্ঠম ও দশম শ্রেণী পাস৯০০০/-টাকা থেকে শুরু
3. সুপারিটেন্ডেন্ট পদে নিযুক্ত প্রার্থীদের০১গ্রাজুয়েশন পাশ১৫০০০ টাকা থেকে শুরু

Latest Job Vacancy 2025

Backward Classes Welfare Department Recruitment 2025 : প্রার্থী নির্বাচন প্রক্রিয়া

নিয়োগ সংক্রান্ত তথ্য- কুক পদে আবেদনকারী প্রার্থীদের লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়াই সরাসরি ডকুমেন্ট যাচাই এর মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে। আর সুপারিটেনডেন্ট ও কেয়ারটেকার পদে প্রার্থীদের লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ এর মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ প্রার্থীদের নিয়োগ করা হবে।

Backward Classes Welfare Department Recruitment 2025 : অনলাইন ফর্ম ফিলাপ কীভাবে পূরণ করবেন ?

১. অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগে এই সব আবেদন করার জন্য, আবেদন কারীকে recruitmentdd.in অফিসিয়াল ওয়েবসাইট এ যেতে হবে।

২.অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগে চাকরির নিয়োগ ২০২৫। চাকরি প্রার্থীদের ১৩/০১/২০২৫ থেকে ২৭/০৩/২০২৫-এর মধ্যে আবেদন করতে হবে ।

৩. অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগে চাকরি প্রার্থীদের ২০২৫-এ নিয়োগের আবেদনপত্র আবেদন করার আগে বিজ্ঞপ্তিটি পড়তে হবে।

৪. যোগ্যতা, পরিচয়পত্রের প্রমাণ, ঠিকানার বিবরণ, মৌলিক বিবরণ – সমস্ত নথিপত্র পরীক্ষা করে সঙ্গে রাখতে হবে।

৫. নিয়োগ পরীক্ষার ফর্ম সম্পর্কিত স্ক্যান করা ডকুমেন্ট যেমন – ছবি, স্বাক্ষর, পরিচয়পত্রের প্রমাণ, ইত্যাদি প্রস্তুত রাখুন।

৬. আবেদনপত্র জমা দেওয়ার আগে অবশ্যই পুনরায় চেক করতে হবে এবং সমস্ত কলাম সাবধানে যাচাই করে দেখুন।

৭. চূড়ান্ত জমা দেওয়া ফর্মটির একটি প্রিন্ট আউট করে নিন।

UPSC IAS/IFS Recruitment 2025: Apply Now

গুরুত্বপূর্ণ লিঙ্ক
অফিসিয়াল বিজ্ঞপ্তিবিজ্ঞপ্তি দেখুন
অফিসিয়াল ওয়েবসাইটআবেদন করুন
আমাদের হোয়াটসঅ্যাপ লিঙ্ক Join Our Group
আমাদের টেলিগ্রাম লিঙ্কJoin Our Group
অন্যান্য চাকরির আপডেটআরো পড়ুন