জেলা আদালতে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি 2025, মাসিক বেতন ৩২ হাজার টাকা

মাধ্যমিক পাশ যোগ্যতায় যে সকল বন্ধুরা, চাকরি খুঁজছেন, তাদের জন্য সুখবর। সম্প্রতি জেলা আদালতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল। কোন পদে নিয়োগ করা হবে, যোগ্যতা কি লাগবে, মাসিক বেতন কি হবে, শূণ্যপদ কতগুলি  ইত্যাদি যাবতীয় খুঁটিনাটি জানতে প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে পড়ুন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

পদের নাম- স্টেনোগ্রাফার।

বেতন– মাসিক ৩২১০০ টাকা থেকে শুরু করে ৮২৯০০ টাকা পর্যন্ত।

বয়সসীমা– ১ জানুয়ারি ২০২৫ অনুযায়ী বয়স হতে হবে মিনিমাম ১৮ বছর। EWS শ্রেনিদের জন্য বয়স হতে হবে ৩২ বছর এবং OBCA ও OBC-B শ্রেনিদের জন্য বয়স হতে হবে ৩৫ বছর

শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ যোগ্যতা থাকতে হবে ও কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট থাকার পাশাপাশি আবেদনকারী প্রার্থীর শর্ট হ্যান্ড স্পিড হতে হবে ৮০ শব্দ প্রতি মিনিট মিনিমাম ও ৪০ শব্দ প্রতি মিনিট টাইপিং স্পিড হতে হবে একটি ইংলিশ ম্যানুস্ক্রিপ্টে।

আবেদন পদ্ধতি- www.northdinajpur.dcourts.gov.in ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। আবেদন করবার জন্য প্রার্থীর নিজের মোবাইল নাম্বার ও ফোন নাম্বার থাকতে হবে। প্রয়োজনীয় ডকুমেন্ট যেগুলো আপলোড করতে হবে সেগুলো হলো- শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট অরিজিনাল এবং ফটোকপি, বয়সের প্রমাণ পত্র অরিজিনাল ও ফটোগ্রাফি, কাস্ট সার্টিফিকেট অরিজিনাল ও ফটোকপি। যদি প্রার্থী আগে থেকে কোনও গভর্নমেন্ট সার্ভিস অথবা পাবলিক সেক্টরে কাজ করেন, তাহলে তাকে এনওসি দিতে হবে।

শর্টহ্যান্ডের ডকুমেন্ট অরিজিনাল ও ফটোকপি জমা দিতে হবে, এছাড়া টাইপিং করার সার্টিফিকেটের ফটোকপি দিতে হবে। কম্পিউটার অপারেশনের সার্টিফিকেট অরিজিনাল ও ফটোকপিও আপলোড করতে হবে।  আবেদন করা হয়ে গেলে পরবর্তীকালে নিজের রেজিস্ট্রেশন নাম্বার এবং মোবাইল নাম্বার ইমেল আইডি দিয়ে অ্যাডমিট কার্ড পরীক্ষার আগে সেই ওয়েবসাইটে ডাউনলোড করে দিতে হবে।  এক্ষেত্রে কোন এডমিট কার্ড পোষ্টের মাধ্যমে পাঠানো হবে না।

আবেদন ফি- EWS, OBC-A, OBC-B ক্যাটাগরির জন্য আবেদন ফি ৬০০ টাকা।

আবেদনের শেষ তারিখ– একজন প্রার্থী ২২/০১/২০২৫ রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ ২২/০১/২০২৫ রাত ১১টা ৫৯। তবে এ ক্ষেত্রে যদি কোনও সমস্যা হয় তাহলে ২৪.১.২৫ রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে হেল্প ডেক্সের ইমেল আইডিতে আবেদন ফির রিসিভ কপি দেওয়া যাবে।

পরীক্ষা পদ্ধতি- এই পদের জন্য প্রথমে ১০০ নং এর লিখিত পরীক্ষা হবে জেনারেল ইংরেজির উপর, তারপর ১০০ নং এর শর্টহ্যান্ডের টাইপিং টেস্ট হবে। তারপর এই দুটি পরীক্ষা থেকে যে সকল প্রার্থীদের বেছে নেওয়া হবে তাদের পার্সোনালিটি টেস্ট ও কম্পিউটার টেস্ট হবে।

IMPORTENT LINK
APPLY ONLINEClick Here
OFFICIAL NOTIFICATION Click Here